শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শিমুলিয়াঘাট ও ঢাকা-মাওয়া মহাসড়কে তিন স্তরের নিরাপত্তা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট ও ঢাকা-মাওয়া মহাসড়কে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রী নিরাপত্তায় আইন-শৃংঙখলা রক্ষাকারী বাহিনীর ৫ শতাধিক সদস্য নিয়োজিত রয়েছে। একই সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জ অংশে বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট এলাকার পুলিশ কন্ট্রোল রুমে এক প্যারেড ব্রিফিংয়ে সাংবাদিকদের এ সব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ আয়োজিত প্যারেড ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শ্রীনগর ও লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, টঙ্গীবাড়ি ও সিরাজদীখান সার্কেলের সিরিয়র সহকারি পুলিশ সুপার রাজিবুল ইসলাম, লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন, শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী, সিরাজদীখান থানার ওসি ফরিদউদ্দিন, জেলা ডিবির ওসি আলমগীর হোসেন প্রমুখ।

প্যারেড ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে আইন-শৃংঙখলা রক্ষাকারী বাহিনীর ৫ শতাধিক সদস্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকছে। প্রথম স্তরে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদীখান উপজেলার নীমতলা থেকে লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরীঘাট পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। দ্বিতীয় স্তরে শিমুলিয়াঘাট এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।

এক্ষেত্রে ঘাটে বাস, ল , ফেরী ও স্পিডবোটে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রনে কাজ করা হবে। তৃতীয় স্তরে শিমুলিয়াঘাট ও মহাসড়কে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এছাড়া তিনি আরো জানান, পুরো শিমুলিয়াঘাট এলাকায় সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। একই সঙ্গে ঘাটে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com