মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা-মাণ্ডা এলাকায় অভিযান চালিয়ে ২৬ কিশোর-যুবককে গ্রেপ্তার করার পর ২৩ জনকে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছিনতাই ও মাদক সেবন-বিক্রিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার বিকাল থেকে রাত দেড়টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান বলেন, তারা এলাকায় মাদক সেবন, ছিনতাই, মারামারি, চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। ওই এলাকার কিশোর-তরুণদের গ্যাং ‘ডেভিলস কিং’, ‘চান-যাদু’ ও ‘আগুন’ এর সঙ্গে জড়িত তারা।
গ্রেপ্তারদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। বাকি ২৩ জনের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দিয়ে পাঠানো হয়েছে কারাগারে।
গ্রেপ্তার তরুণদের অধিকাংশকে গাঁজা সেবনরত অবস্থায় ধরা হয় জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এলাকায় ইভটিজিং থেকে শুরু করে নানা ধরনের অপরাধের সাঙ্গে জড়িত।