শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলের নাগরপুরে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানির গোডাউনে ডাকাতি মির্জাগঞ্জে ধান ক্ষেত থেকে বৃদ্ধার অর্ধ গলিত লাশ উদ্ধার সাবেক পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদে ফেঁসে যাচ্ছেন স্ত্রী-শ্বশুরসহ ১২ আত্মীয় ৭ম শ্রেণির মাদ্রাসাছাত্রের হাতে খালা–খালাতো ভাই খুন চলে গেলেন গুণী অভিনেতা মাসুদ আলী খান মিরপুর বিআরটিতে কোনভাবেই আনসার কর্মকর্তাদের দুর্নীতি থামানো যাচ্ছে না সিংড়ায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া বিএনপি মহাসচিব-এর অভিনন্দন বার্তা নওগাঁ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর মুখে বিষ ঢেলে দেয়ার অভিযোগ কুষ্টিয়ায় দৌলতপুরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা
আতিকুলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাবিথের

আতিকুলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাবিথের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এ বিষয়ে ব্যবস্থা নিতে শনিবার (৪ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মো. আবুল কাশেমের কাছে তাবিথের পক্ষে লিখিত আবেদন জমা দেওয়া হয়।

লিখিত আবেদনে তাবিথ বলেন, ‘শনিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত গুলশান-১ এলাকার গুলশান পার্কে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী মঞ্চ করে, মাইক এবং সাউন্ড সিস্টেম ব্যবহার করে তাদের ভোটারদের কাছে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) আমাদের আশ্বাস দিয়েছিল, নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান থাকবে এবং নির্বাচনী আচরণবিধি সব প্রার্থীর জন্য সমভাবে প্রয়োগ করা হবে। বিষয়গুলো দেখার জন্য মাঠ পর্যায়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। কিন্তু অতীব দুঃখের বিষয়, আতিকুল ইসলাম নির্বাচনী প্রচার চালালেও কেউ তাকে নিবৃত্ত করেনি। সিটি নির্বাচন আচরণবিধি, ২০১৬ এর বিধি-৫ অনুসারে প্রতীক বরাদ্দের আগে প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনী প্রচার করতে পারবে না’।

এসব অভিযোগ এনে তাবিথ আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী প্রচারণা চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

এদিকে শনিবার দুপুরে গোপীবাগে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার আব্দুল বাতেনের কাছে কাউন্সিলর প্রার্থীদের হয়রানিসহ নানা অভিযোগ লিখিত আকারে জানিয়েছেন দক্ষিণের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, যত বাধাই আসুক, কোনো কিছুতে নির্বাচন থেকে সরে দাঁড়াব না। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। নির্বাচন নিয়ে যত ভয়ভীতি, অত্যাচার নির্যাতনই করুন না কেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। যত ভয়ভীতি দেখাচ্ছেন, মনোবল তত শক্ত হচ্ছে।

অভিযোগের বিষয়ে আবদুল বাতেন বলেন, অতি উৎসাহী হয়ে কাউকে হ্যারাসমেন্ট করলে নির্বাচন কমিশন তাকে কিছুতেই ছাড় দেবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com