সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পঁচিশেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় বিএনপি ও সমমনারা নাসিরনগরে মোক্তার  ব্রিক ফিল্ডকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা শরণখোলায় ইউএনও’র বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগে মানববন্ধন গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুয়া হোমিও ডাক্তারের নকল ঔষধ তৈরি ও প্রতারণা সাদপন্থি শীর্ষ নেতা মুয়াজ বিন নূর হত্যা মামলায় গ্রেপ্তার এখনো ধরাছোঁয়ার বাহিরে ছাত্রলীগ ক্যাডার তরিকুল ইসলাম রাফি ব্যাংকে ডাকাতির চেষ্টা , জিম্মি করা ডাকাতদের আত্মসমর্পণ বাগমারায় মাদক মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্ব বাড়লেও উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইল মির্জাপুরের পশুর হাট ও বাজারের বিজয়ে দিবসে সিরাজগঞ্জে জিসাস-এর দিনব্যাপী কর্মসূচি পালন
ভালোবাসা দিবসে কাছে আসার তিন নাটক

ভালোবাসা দিবসে কাছে আসার তিন নাটক

প্রতিবারের মতো এবারো ক্লোজআপ আয়োজন করছে ‘ক্লোজআপ কাছে আসার গল্প – ২০১৮’। ‘ক্লোজআপ কাছে আসার গল্প – ২০১৮’ ক্যাম্পেইনে এবারো অংশ নেয় অসংখ্য ফ্যান। আসে অগণিত কাছে আসার গল্প। সেই গল্পগুলোর মাঝ থেকে নির্বাচিত হোয়েছে সেরা তিনটি গল্প। বিজয়ী তিনজন গল্পকার হলেন এ কে এম মাহফুযুল আলম অনিক, মোঃ খায়রুল হাসান ও মোঃ রফিকুল ইসলাম। সেরা তিন গল্প নিয়ে নির্মিত হচ্ছে ভালোবাসা দিবসের তিন নাটক। নাটক তিনটি পরিচালনা করছেন দেশের স্বনামধন্য তিন তরুণ নাট্য নির্মাতা।

এ কে এম মাহফুযুল আলম অনিক-এর পাঠানো গল্পে ‘তবুও ভালোবাসি’ নাটকটি পরিচালনা করছেন পরিচালক রুবায়েত মাহমুদ। নাটকটির মূল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় তারকা সাফা ও সিয়াম। এই নাটকের টাইটেল সং কম্পোজ করেছেন সংগীত পরিচালক ও শিল্পী অদিত।

পরিচালক মাবরুর রশিদ বান্নাহ পরিচালনা করছেন মোঃ খায়রুল হাসানের লেখা ‘আমি তোমার গল্প হবো’ নাটকটি। নাটকের মূল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় তারকা তওসিফ ও টয়া। এই নাটকের টাইটেল সং কম্পোজ করেছেন সংগীত পরিচালক ও শিল্পী মিনার।

মোঃ রফিকুল ইসলাম-এর রচনায় ‘শহরে নতুন গান’ নাটকটি পরিচালনা করছেন পরিচালক শাফায়েত মনসুর রানা। এই নাটকটির মূল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় তারকা মনোজ ও সাবিলা। এই নাটকের টাইটেল সং কম্পোজ করেছেন সংগীত পরিচালক ও শিল্পী রাফা।

‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ক্যাম্পেইনে সেরা তিনটি গল্পের উপর নাটক তৈরির কাজে নেমে পরিচালকরা বেশ উৎসাহী। আশা করা হচ্ছে, পরিচালকদের দক্ষতা এবং এক ঝাঁক জনপ্রিয় তারকার অভিনয় শৈলিতে নাটকগুলোও হয়ে উঠবে সেরা। আসছে ভালোবাসা দিবসে নিঃস্বন্দেহে দর্শকরা উপভোগ করার জন্য পেতে যাচ্ছেন তিনটি
অসাধারণ নাটক। ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ নিবেদিত নাটক তিনটি আগামী ১৪ ফ্রেব্রুয়ারি ২০১৮, ভালোবাসা দিবসে রাত ৮:৪৫ মিনিটে প্রচারিত হবে বাংলাভিশন-এর পর্দায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com