বৃহস্পতিবার, ১৯ Jun ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নরসিংদীতে বিএসটিআই ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান: দুটি মিষ্টির দোকানে জরিমানা দখলকৃত প্রেসক্লাব অবমুক্ত করতে সাংবাদিকদের ৭ দিনের আল্টিমেটাম দাবি নিষ্পত্তিতে নির্ভরযোগ্য অবস্থানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী নেতা শেখ রিয়াজ উদ্দিন রানার নেতৃত্বে রাজপথে উদ্দীপনা জ্বালানির দাম বাড়বে কি না, জানালেন অর্থ উপদেষ্টা ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি জহিরের বিরুদ্ধে ফের বর্বরতা, খালপাড়ে মোখলেসের দুই হাত কেটে দিলো কুড়িগ্রামে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশকে পরাধীন-এর গোলাম বানিয়েছে তাদের মুখে দেশ পরিচালনার কথা মানায় না- সাজ্জাদুল মিরাজ ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে কৃষক বাবার মৃত্যু 
ছুটিতে ২ ঘণ্টা চালু থাকবে ব্যাংকের শাখা

ছুটিতে ২ ঘণ্টা চালু থাকবে ব্যাংকের শাখা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সরকার পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করলেও এই সময়ে ব্যাংক খোলা থাকবে। তবে এ সময় লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন নির্দেশনায় ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ব্যাংকের শাখা দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা এবং প্রধান কার্যালয় দুপুর ২টা পর্যন্ত খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে জানিয়েছে, আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এজন্য তিনটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলো হলো-
১. জরুরি বৈদেশিক লেনদেনসহ নগদ টাকা জমা ও উত্তোলন স্বাভাবিক রাখার স্বার্থে স্ব স্ব ব্যাংক তাদের শাখা খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করবে এবং সে অনুযায়ী রোস্টারিং-এর মাধ্যমে অফিসের কার্যাবলী সম্পন্ন করতে পারবে।
২. দৈনিক ব্যাংকিং লেনদেন সকাল ১০:০০টা থেকে বেলা ১২:০০টা পর্যন্ত এবং আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্নের জন্য শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ দুপুর ২:০০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
৩. এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক সার্কুলারে বিষয়টি জানানো হয়েছে।

সরকার আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবিরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com