শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: এক টাকার আহার’ এর উদ্যোগে আহার পাঁচ লাখ মানুষকে খাওয়ানোর উদ্যোগ নিয়েছে। ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডজনে ডজনে ব্র্যান্ড আমাদের পণ্য দিয়ে যাচ্ছে। ট্রাকের পর ট্রাক আসছে; আনলোড করে আবার ছুটছে পরের ব্যাচ আনার জন্য।
কোন কোম্পানি দিচ্ছে চাল, কেউ ডিম কিংবা বিস্কিট, কেউ স্যুপ কিংবা হরলিক্স, কেউবা আবার পানি কিংবা স্যালাইন! শুধু খাদ্য পণ্যের নয়, সার্ভিস কোম্পানি গুলোও এগিয়ে এসেছে। বিভিন্ন কোম্পানির সার্ভিস দেয়া হচ্ছে বিনামূল্যে। আমাদের চার্জিং গেটওয়ে কোনরূপ ফি নিচ্ছেন না আগামী তিন মাস, তেমনি এক কোম্পানি রান্না করে দিবেন বিনামূল্যে, কেউবা গাড়ি দিতে চাচ্ছেন পরিবহণের জন্য।
একটা প্লাটফর্মে এতগুলো ব্র্যান্ডকে আমরা কোনোদিন দেখিনি। তাঁদের সবার এক কথা, আমাদের বিজ্ঞাপনের দরকার নেই, যদি কিছু মানুষ যদি আমার পণ্যে বাঁচে তবে সেটাই হবে আমাদের বড় অর্জন।
আমরা পাঁচ লাখ মানুষের খাবারের টার্গেট নিছি, এটা হয়তো দশ লাখও স্পর্শ করতে পারে। এবং সেটা সম্ভব হচ্ছে আমার আপনার সকলের অনুদানে।