শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলের নেতা মাহাথির মোহাম্মদ বুকের সংক্রমণে আক্রান্ত হয়ে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি হয়েছেন।
আইজেএন সূত্রে জানা গেছে, সর্দি-কাশি থেকে সৃষ্ট বুকের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ।
চিকিৎসা এবং পর্যবেক্ষণের জন্য চিকিৎসক মাহাথিরকে কয়েক দিনের জন্য হাসপাতালে ভর্তি রাখা হবে। এসময় শুধুমাত্র পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা হাসপাতালে তার সঙ্গে দেখা করার অনুমতি পাবেন।
মাহাথিরের মেয়ে ম্যারিনা এক টুইটবার্তায় জানান, আজ সকালে বাবাকে দেখতে গিয়েছিলাম। তিনি ভালো আছেন। এখন তার বিশ্রাম দরকার। তিনি দ্রুতই ফিরে বাকি কাজ শুরু করবেন।
এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনের (ইউএমএনও) ভাইস-প্রেসিডেন্ট হিশামুদ্দিন তুন হুসেইন তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।