শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: সিলেট শহর যখন সিটি করপোরেশন হিসেবে স্বীকৃত লাভ করল তখন পৌর চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত মেয়র, এরপর নির্বাচিত মেয়র হিসেবে যাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি বদর উদ্দিন আহমদ কামরান। সিলেট নগরের জন্ম তখন থেকেই সিলেটবাসীর কাছ থেকে পেয়েছেন নগরপিতার পরিচয়টি। এরপর দশ বছর নগরপিতার আসনে বসে সিলেট সিটি করপোরেশনের মানুষের সাথে ছিলেন। নগরের সেবা করার আনুষ্ঠানিক দায়িত্ব ছাড়ার পরও মানুষের সুখে-দুঃখের সাথী ছিলেন তিনি। তাই হয়ত মানুষের কাছে ‘সাবেক’ হননি। নামের পাশে থেকে যায় ‘মেয়র কামরান’। সেই সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। করোনাভাইরাসের কাছে হার মেনে সিলেট মহানগর আওয়ামী লীগের টানা ১৭ বছরের এই সভাপতির চলে যাওয়াটা স্বাভাবিক ভাবে নিতে পারছে না সিলেটবাসী।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় পরিবারের সবাইকে ধৈর্য ধরতে আহ্বান জানান তিনি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন বদর উদ্দিন আহমদ কামরান। ছাত্র অবস্থাতেই কামরান ১৯৬৮-৬৯ এর উত্তাল সময়ে মিছিল যাওয়ার শুরু করেন। উচ্চ মাধ্যমিকে পড়া অবস্থাতেই ১৯৭৩ সালে কামরান সিলেট পৌরসভার কমিশনার নির্বাচিত হন। সেই থেকে রাজনীতির মাঠে পথচলা। ১৯৭৭ সালে আবার কমিশনার নির্বাচিত হন। একের পর এক সাফল্যের হাত ধরে ১৯৯৫ সালে তিনি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর মানুষের আস্থার প্রতিদান দিয়ে জনপ্রতিনিধির অগ্নিপরীক্ষায় বরাবরই উতরে গেছেন তিনি। ২০০২ সালে যখন সিলেট পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়, তখন ‘বিলুপ্ত’ পৌরসভার চেয়ারম্যান বদর উদ্দিন আহমদ কামরানকে নবগঠিত সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র করা হয়। এরপর ২০০৩ সালের নির্বাচনে তিনি সিলেটের প্রথম মেয়র নির্বাচিত হন। এক এগারোর সময় কারাগারে থেকেও কামরান দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন। সে সময় বিএনপির তৎকালীন প্রার্থী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হককে এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন। নিজ দল ক্ষমতার বাইরে থাকা স্বত্বেও অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইবার মেয়র পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন তিনি।