রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক- রাজধানীর ওয়ারী এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৭৩ জন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় শনিবার (৪ জুলাই) থেকে ২১ দিনের জন্য ওয়ারীর সব বাসিন্দা লকডাউনে থাকবেন।
সরকারি নির্দেশ মোতাবেক লকডাউন বাস্তবায়নে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাস্তাবায়নকারী সংস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সিটি কর্পোরেশন বলছে, কেউ লকডাউনের নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লকডাউন এলাকা থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারবেন না। এলাকাটির সকল ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস ২১ দিনের জন্য বন্ধ থাকবে। শুধু ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে। এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে হবে।
লকডাউনে থাকা এলাকার সকল নাগরিককে প্রয়োজনীয় সবকিছু পৌঁছে দেওয়া হবে। নিরাপত্তা পরিস্থিতি নজরদারি ও কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। লকডাউনের সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য ওয়ারী বলধা গার্ডেনে একটি কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৪১ নম্বর ওয়ার্ড ওয়ারী এলাকা লকডাউনের আওতায় থাকবে। ওয়ারী এলাকার আউটার রোডগুলো হলো: টিপু সুলতান রোড, যোগীনগর রোড ও ঢাকা-সিলেট মহাসড়ক (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন)। ইনার রোডগুলো হচ্ছে: লারমিনি স্ট্রিট, হেয়ার স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র্যানকিন স্ট্রিট ও নবাব স্ট্রিট।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক বলেন, সরকারের নির্দেশ মোতাবেক শনিবার ভোর ৬টা থেকে ওয়ারী এলাকায় লকডাউন বাস্তবায়ন করা হবে।