সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: রাজধানীর ঐতিহ্যবাহী সংগঠন ‘মিরপুর প্রেস ক্লাব’এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার ‘মিরপুর প্রেস ক্লাব’এর এক জরুরী সভায় সাধারন সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ম. চঞ্চল মাহমুদকে সভাপতি ও এস.এম. জহিরুল ইসলাম জহিরকে সাধারন সম্পাদক মনোনীত করে ৩৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়।
আরো প্রকাশ থাকে যে, বিশিষ্ট সাংবদিক ম. কামাল উদ্দীন ১৯৯৩ সালে মিরপুর প্রেস ক্লাব নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। উক্ত সভায় শুরুতে সদ্য প্রয়াত ম. কামাল উদ্দীনের বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
উক্ত সভায় উপস্থিত সকল সাংবাদিকদের সম্মতিক্রমে ম. কামাল উদ্দীনের যোগ্য শিষ্য জনাব আবু জাফর সূর্ষ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং সদ্য বিদায়ী সভাপতিকে মিরপুর প্রেস ক্লাবের সম্মানীত প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।