রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসষ্ট্যান্ড থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছ।
শুক্রবার রাত ১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এক ব্যক্তি। পরে ভোর রাত পাঁচ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, নিহতের ডান পা ও বাম হাত ভাঙ্গা ছিলো। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তার শরীরে কোন পোশাক ছিলো না।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই এনামুল হক বলেন ময়নাতদন্তের পরে জানা যাবে এটি হত্যা না সড়ক দুর্ঘটনা। তবে লাশের শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।