বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯০৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৯ জন। আজ সোমবার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
আজ ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন। এছাড়া এখন পর্যন্ত দেশে ২ লাখ ৬০ হাজার ৫০৭ জনের শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন।
আজ করোনা নিয়ে অনলাইন ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৯ জন মারা গেছে যাদের মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ৪ জন। এ পর্যন্ত পুরুষ শনাক্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।