বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ধামরাইয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে একটি স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে (৪২) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) দুপুরে প্রিজনভ্যানে করে অন্যান্য আসামিদের সঙ্গে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১৫ আগস্ট) সকালে ধামরাইয়ের সুয়াপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওই শিক্ষক ধামরাইয়ের সুয়াপুর এলাকার মাইলেশিয়াম হাইস্কুলের প্রধান শিক্ষক ও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুই শিক্ষার্থীর পরিবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ধামরাই থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, ওই এলাকার মাইলেশিয়াম হাইস্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম একই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। উপায় না পেয়ে বিষয়টি দুই শিক্ষার্থী তাদের পরিবারের সদস্যদের জানায়। পরে গতকাল রাতে শরিফুল ইসলামকে প্রধান আসামি করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী ওই দুই পরিবার। এর আগে গতকাল সকালে ওই শিক্ষক দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার চেষ্টা করলে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।