বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৯ ফেব্রুয়ারি) গাজীপুরে যাচ্ছেন। সেখানে তিনি সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে যোগ দেবেন।
আনসার ও ভিডিপি সূত্র জানিয়েছে, সোমবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি আনুষ্ঠানিক কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন। পরে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা।
অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছে ওই সূত্র।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সফিপুর আনসার ভিডিপি একাডেমি বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। এ ছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ।