বুধবার, ১৬ Jul ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শেরপুরের শ্রীবরর্দীতে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ  মিটফোর্ডে সোহাগ হত‌্যাকাণ্ড, সেই পাথর নিক্ষেপকারী গ্রেপ্তার এনসিপির গাড়িবহরে ফের আ.লীগ-ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা হৃদরোগীদের ডেঙ্গু : আতঙ্ক নয় প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ দুঃস্থ পরিবারের ৫শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজারহাট ইউএনও ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা লালমনিরহাটে মাদক সেবনকারী ও পাচারকারী চক্রের ছোবলে তরুন ও যুব সমাজ লালমনিরহাটে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা; ঝরে পড়ছে শিক্ষার্থীরা এইচ টু বিল্ডার্সের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চুক্তিভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি: রাজউকের দৃষ্টি আকর্ষণ বীর মুক্তিযোদ্ধা খ.ম. আমীর আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: মুক্তিযোদ্ধা ও জনসাধারণের প্রতিবাদে উত্তাল জনমত
প্রেমিকার বাসা থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার

প্রেমিকার বাসা থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের খাটাসিয়া বাজার এলাকার তান‌ভির রহমান (২০) নামে এক যুবকের মরদেহ তার প্রেমিকার বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। তানভির রহমান জনতা স্কুলের শিক্ষক নুর ইসলাম মাস্টারের ছেলে।

জানা যায়, দেড় বছর আগে পটুয়াখালীর এক স্কুলছাত্রীর সঙ্গে মোবাইলে পরিচয় হওয়ার পর তানভিরের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তান‌ভির প্রায়ই প্রেমিকার বাসায় আসা-যাওয়া করতেন। মেয়েটির বাবা-মা তাকে আপ্যায়নও করতেন।

মঙ্গলবার বিকেলে তান‌ভির প্রেমিকার বাসায় আসেন। রাতের খাওয়া শেষে দোতলায় ঘুমাতে যান। রাতে মেসেঞ্জারে কথা বলতেন দুই জন। তখন মান অভিমানের একপর্যায়ে ছেলেটি লিখেন, তিনি মরে যাবেন। মেয়েটি জবাব দেন ‘তু‌মি মরলে মরো। ’

পরে বুধবার (১১ নভেম্বর) দুপুরে মেয়েটির বাবা দোতলায় গিয়ে তানভিরের ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি তিনি সন্ধ্যা পর্যন্ত গোপন রাখেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান, প্রায় দেড় বছর আগে মোবাইলে তান‌ভিরের সঙ্গে পরিচয় হয় পটুয়াখালীর এক স্কুলছাত্রীর। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তাদের ঘনিষ্ঠার বিষয়টি উভয় পরিবারে জানাজানি হয়। তারা বাধা হয়ে দাঁড়াননি।
এ ঘটনায় মেয়েটির বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আবেগ ও অভিমানে তানভীর আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এদিকে রিপোর্ট লেখা পর্যন্ত তানভিরের প‌রিবারের পক্ষ থেকেও কোনো অভি‌যোগ করা হয়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com