শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে সিএনজি চালক থেকে কোটিপতি: মাদক, জমি দখল ও নারী কেলেঙ্কারিতে আলোচিত মোতালিব র‌্যাব-১ এর হাতে গ্রেপ্তার সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গর্জে উঠল গাজীপুর সাংবাদিক তুহিন হত্যা: প্রধান আসামি কেটু মিজানসহ গ্রেপ্তার ৭ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাতক্ষীরায় মানববন্ধন ‘যতদিন ক্ষমতায়, ততদিন আর্থিক খাতে সংস্কার’ রাঙ্গামাটিতে জলাবদ্ধতায় ১৮হাজার মানুষ : ৩দিন ধরে বন্ধ চন্দ্রঘোনা ফেরী চলাচল শেরপুরে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল — জেলাজুড়ে ক্ষোভ নরসিংদী শহর সমাজসেবা কার্যালয়: দুর্নীতির আখড়া নাকি জনসেবার বাতিঘর? রাজশাহীতে ১২ টি প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা অসিফ মাহমুদ কুড়িগ্রামে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করলো ভ্রাম্যমান আদালত
যুদ্ধবিরতি কার্যকর, ফিলিস্তিনে উদযাপন

যুদ্ধবিরতি কার্যকর, ফিলিস্তিনে উদযাপন

Palestinians wave flags and celebrate outside Damascus Gate after barriers that were put up by Israeli police are removed, allowing them to access the main square that has been the focus of a week of clashes around Jerusalem's Old City April 25, 2021. REUTERS/Ammar Awad TPX IMAGES OF THE DAY

আন্তর্জাতিক ডেস্ক: আজ শুক্রবার ভোরের দিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গাজা ও ফিলিস্তিনের অঞ্চলগুলোতে হাজার হাজার মানুষ যুদ্ধবিরতি উদযাপনের জন্য রাস্তায় নেমে এসেছেন। তারা হাতে পতাকা নিয়ে মিছিল করেন। সেই সঙ্গে ভি চিহ্নও দেখান। আলজাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

এর আগে ফিলিস্তিনের গাজাকে টানা ১১ দিন রক্তাক্ত জনপদে পরিণত করা ইসরায়েল যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেয় গত মধ্যরাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নেতানিয়াহুর অফিসের ঘোষণার আগে বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুদ্ধবিরতির এই সম্মতি আসে।

টানা ১১ দিনের সহিংসতায় কমপক্ষে দু’শ ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে ৬৫ জন শিশুও। আর ইসরায়েলি নিহত হয়েছেন ১২জন। এর মধ্যে দুইজন শিশুও রয়েছে। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা। পরে গত মধ্যরাতে ইসরায়েলের পক্ষে থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসে। ইসরায়েলি মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে, মিসরের দেওয়া সমঝোতা প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতিতে তারা সম্মত। তবে এই যুদ্ধবিরতি হবে ‘দ্বিপক্ষীয় ও শর্তহীন’।

এদিকে, ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণাকে ফিলিস্তিনিদের বিজয় বলে মনে করছে হামাস। হামাসের এক মুখপাত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ইসরায়েলের এই সিদ্ধান্তের মাধ্যমে ফিলিস্তিনিদের বিজয় হয়েছে।

সূত্র: আলজাজিরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com