মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ে অ্যানড্রয়েট মোবাইল ফোনে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার অপরাধে সাত জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার জয়ধরখালী গ্রামে পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাদের। এ সময় অ্যানড্রয়েট মোবাইল ও জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়।
আজ শনিবার আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে জুয়ারিরা সাম্প্রতিক সময়ে অ্যানড্রয়েট মোবাইল ফোনে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইনে জুয়ার আসর বসিয়ে এলাকার তরুণ-যুবকদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। জুয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসা, চুরিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার পাগলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জয়ধরখালী গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে হাবিবুল্লা (২৮), আনিছুর রহমান (১৮), আরিফুল ইসলাম (১৯), ইকবাল আহম্মেদ (২১), রাজিব (১৯), রানা (১৮), রবিনসহ সাত জুয়ারিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। পরে আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, সাম্প্রতিক সময়ে অ্যানড্রয়েট মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস ও অনলাইনে অভিনব জুয়া খেলার আয়োজন করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। আমাদের অভিযান অব্যাহত থাকবে।