সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
ডেস্ক নিউজ: রাজধানী শ্যামলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জেএমবি’ এর এক সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আটক মো. জামাল উদ্দিন বা জামাল ইসলাম (৩৪), তার বাড়ি কুমিল্লা জেলায়। র্যাবের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল রোববার দুপুর ২ টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী শিশু মেলা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য মো. জামাল উদ্দিন বা জামাল ইসলামকে উগ্রবাদী বই ও লিফলেটসহ আটক করা হয়। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জেএমবি’ এর একজন সক্রিয় সদস্য। আটক জামাল উদ্দিন জানায়, সে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই ও প্রচারপত্র প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া নিয়মিত মাসিক ভিত্তিতে সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ ও প্রদান করতো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।–বিজ্ঞপ্তি