মঙ্গলবার, ২৪ Jun ২০২৫, ১১:০১ অপরাহ্ন
দিনাজপুরে সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ১৯ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মো. ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল ফেনসিডিল, ৪১ লিটার চোলাই মদ, ৫০ গ্রাম গাঁজা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনি জানান, আটকৃতরা সবাই পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে পৃথক ১৪টি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হবে।