বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
নবীনগর সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ব্যাংক এশিয়ার একটি এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে কৌশলে টাকা ডাকাতির ঘটনায় সাইফুল ও হাবিব নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ১২ লাখ ৪৫ হাজার টাকাও। ডাকাতির ঘটনায় এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের মালিক সাদেক মিয়া বাদী হয়ে আখাউড়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। গতকাল বুধবার গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল নবীনগর উপজেলার নাড়ুই নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে ও হাবিব একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা দোষ শিকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিশ্বস্থ মোটরসাইকেল চালকের সহযোগিতায় একটি চক্র এ ঘটনা ঘটানোর তিন দিনের মধ্যে পুলিশ ওই টাকা উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ পাড়ার জুম্মানকে খুঁজছে পুলিশ। আরও কয়েকজনের উপর চালাচ্ছে কঠোর নজরদারি। আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নবীনগরের নোয়গাঁও এলাকায় এজেন্ট ব্যাংকিয়ের টাকা লেনদেনের জন্য প্রতিনিয়তই ব্রাহ্মণবাড়িয়া আসেন এনামুল হক। এ কাজে তিনি স্থানীয় বিশ্বস্থ ভাড়ায় মোটরসাইকেল চালক হাবিবুর রহমানকে নিয়ে আসেন। এরই মধ্যে হাবিবুর রহমান টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেন। তিনি সাইফুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে এ নিয়ে পরিকল্পনা করেন। সাইফুল যোগাযোগ করেন ব্রাহ্মণবাড়িয়ার জুম্মান নামে এক যুবকের সঙ্গে। তিনি আরও জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২০ শে জুন নবীনগর ফেরার পথে আখাউড়ার রুটি এলাকায় এনামুল হকের পথরোধ করে ১৬ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। পরে এজেন্ট ব্যাকিং এর মালিক সাদেক মিয়া আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। সন্দেহভাজন হিসেবে হাবিবুর ও সাইফুলকে আটকের পর পুলিশ বিস্তারিত জানতে পারে। এ অবস্থায় তাদের দেয়া স্বীকারোক্তি মতে ২২ জুন বিকেলে নারুই পূর্বপাড়ার এলাকায় ব্রিজের নিচ থেকে ৬ লাখ ৪৫ হাজার টাকা ও বুধবার দুপুরে জুম্মানের ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি থেকে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।