রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের এক লাফে ২ হাজার ছাড়িয়েছে। সোমবারের তুলনায় যা প্রায় তিন গুণ বেশি। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। ১১৮ দিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছে।সোমবার (১২ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৪৪৩ জন মানুষ। প্রায় চার মাস বা ১১৮ দিনের মধ্যে যা সর্বনিম্ন।
সোমবারের তুলনায় মঙ্গলবার দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে পাঁচ হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লাখ ৬ হাজারের বেশি।এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে ২০২০ জন মারা গেছে। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে প্রায় তিন গুণ। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১০ হাজারের বেশি মানুষ।ভারতের মহারাষ্ট্র এবং কেরালায় একদিনে ১০০-এর বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। বাকি সব রাজ্যেই তা ১০০-এর কম। কিন্তু মধ্যপ্রদেশে হঠাৎ দৈনিক মৃত্যু পৌঁছেছে দেড় হাজারের কাছাকাছি। আর এর জন্যই গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে। কোভিডে পুরনো মৃত্যুর হিসাবে সমতা আনতেই হঠাৎ মৃতের সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমার ধারবাহিকতা বজায় রয়েছে। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৭ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩১ হাজারের একটু বেশি। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ২৮ শতাংশে।একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে সাড়ে ৪ লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১৯ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৩১৫ জন। ১০৯ দিনের মধ্যে যা সর্বনিম্ন।ভারতে অবশ্য নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় তা ২ শতাংশের নিচে নেমেছে। দেশটিতে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ১ দশমিক ৮১ শতাংশ। টানা ২২ দিন ধরে এই হার ৩ শতাংশের নিচেই রয়েছে।