বৃহস্পতিবার, ১৯ Jun ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নরসিংদীতে বিএসটিআই ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান: দুটি মিষ্টির দোকানে জরিমানা দখলকৃত প্রেসক্লাব অবমুক্ত করতে সাংবাদিকদের ৭ দিনের আল্টিমেটাম দাবি নিষ্পত্তিতে নির্ভরযোগ্য অবস্থানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী নেতা শেখ রিয়াজ উদ্দিন রানার নেতৃত্বে রাজপথে উদ্দীপনা জ্বালানির দাম বাড়বে কি না, জানালেন অর্থ উপদেষ্টা ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি জহিরের বিরুদ্ধে ফের বর্বরতা, খালপাড়ে মোখলেসের দুই হাত কেটে দিলো কুড়িগ্রামে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশকে পরাধীন-এর গোলাম বানিয়েছে তাদের মুখে দেশ পরিচালনার কথা মানায় না- সাজ্জাদুল মিরাজ ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে কৃষক বাবার মৃত্যু 
গজারিয়ায় ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়: বিপন্ন হচ্ছে পরিবেশ।

গজারিয়ায় ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়: বিপন্ন হচ্ছে পরিবেশ।

বেশির ভাগ ফসলি জমির টপ সয়েল কেটে তৈরি করা হচ্ছে ইট। এতে জমির উর্বরতা হ্রাস পাওয়াসহ জমি হারিয়ে ফেলছে তার স্বাভাবিক উৎপাদন ক্ষমতা। বিভিন্ন আইন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কিছুতেই কমছে না ইটভাটার দৌরাত্ম্য। মালিকরা মানছেন না কোনো নিয়মকানুন, কৃষির ক্ষতি ও ভূ-প্রকৃতি ধ্বংস করে মাটি পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। আর ইটভাটার কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি,কমছে চাষাবাদ জমি। গজারিয়া উপজেলার ৪টি ইটভাটায় পরিবেশ আইন অমান্য করে তিন ফসলি জমির মাটি কেটে ভাটায় ইট তৈরি করার অভিযোগ পাওয়া গেছে।। অভাবি কৃষকরা এ মাটি বিক্রি করছেন। এতে মাটির উর্বরা শক্তি কমে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে জমির মাটি আনা নেয়ার কাজে ব্যবহৃত ট্রাকের দানবীয় চাকায় পিষ্ট হচ্ছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের কর্তাব্যক্তিদের ম্যানেজ করে ইটভাটা মালিকগণ তাদের এহেন কর্মকান্ড দীর্ঘদিন ধরে চালিয়ে আসলেও দেখার যেন কেউই নেই। এতে করে একদিকে যেমন ক্ষতি হচ্ছে পরিবেশ, বিপন্ন হচ্ছে কৃষি জমি। সরেজমিনে দেখা গেছে বালুয়াকান্দি রায়পাড়া এলাকা থেকে কৃষি জমির উপরি ভাগের মাটি কেটে নিচ্ছে এম এম অটো ব্রিকস।
গারিয়ার পরিবেশ বিপর্যয় নিয়ে ধারাবাহিক নিউজ থকছে আমাদের সাথেই থাকুন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com