মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

ঢাকা মেডিক্যালের নার্সরা প্রথমবারের মতো পেলেন করোনা প্রণোদনা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৩১

ভিশন বাংলা ডেস্ক: এক হাজার ২৪৬ জন নার্সকে করোনা প্রণোদনা দেওয়ার মাধ্যমে শুরু হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সদের করোনা প্রণোদনা প্রদান।  আজ সোমবার (২৬জুলাই) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক নিজ কক্ষে এই প্রণোদনা চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আশরাফুল আলম ও অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয়ে পরিচালক নাজমুল হক বলেন, করোনা শুরুর থেকে আমাদের নার্সরা অক্লান্ত পরিশ্রম করেছেন। জীবন বাজি রেখে রোগীদের চিকিৎসা দিয়েছেন। আবার এক হাজারের মতো নার্স আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অনেকেই মারা গেছেন। বর্তমানে দেশের এই অবস্থায় এখনো নার্সরা তাদের কাজ করে যাচ্ছে। এই কাজের জন্য সরকার ঘোষিত  প্রণোদনা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রথম দিন দশ জনের হাতে প্রণোদনার চেক তুলে দেওয়া হয়।  প্রতিদিনই তালিকা অনুযায়ী নার্সদের করোনার প্রণোদনা দেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com