মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন
আদালত প্রতিবেদক: র্যাবের অভিযানে উদ্ধার মদের বোতলগুলো ‘খালি ছিল’ বলে আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভীর কাছে দাবি করেছেন পরীমণি। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম আদালতে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন আইনজীবী সুরভী।
তিনি বলেন, ‘পরীমণির সঙ্গে আমার কথা হয়েছে। সে আমাকে জানিয়েছে, তার বাসায় উদ্ধার হওয়া মদের বোতলগুলো ছিল খালি। তাকে কেন্দ্র করে এই ঘটনায় পরীমণি অত্যন্ত বিব্রত ও লজ্জিত। এতে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।’
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভী গণমাধ্যমকে বলেন, ‘পরীমণির বাসা থেকে উদ্ধারকৃত মদের বোতলগুলো ছিল খালি, ভরা বোতল তার বাসা থেকে পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘পরীমণি একজন স্বনামধন্য চিত্রনায়িকা। টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই তাকে চেনেন। চলচ্চিত্রে তিনি অপরিহার্য। আমরা তার জামিনের আবেদন করেছি। তবে আদালত জামিন না-মঞ্জুর করে ৪ দিনের রিমান্ড দিয়েছে। রিমান্ড বাতিলের জন্য দরখাস্ত করেছি আমরা। কারণ এটি একটি চক্রান্তমূলক মামলা। পূর্ব শত্রুতার জের ধরে এই মামলাটি করা হয়েছে।’
গত বুধবার র্যাবের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে চিত্রনায়িকা পরীমণিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয়। তার সঙ্গে আদালতে হাজির করা হয় তার সহযোগী দীপু, ‘বন্ধু’ প্রযোজক রাজ ও রাজের ম্যানেজার সবুজকে। আদালত শুনানি শেষে পরীকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করেছে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, গত বুধবার মাদকবিরোধী অভিযানে পরীমণির বাসায় অভিযানে মিনি বারের সন্ধান পেয়েছেন র্যাব কর্মকর্তারা, যেখানে নিয়মিত ‘ঘরোয়া আয়োজন’ হত।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত শামসুন নাহার স্মৃতি (স্মৃতিমনি বা পরীমণি) ২০১৬ সাল থেকে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার ফ্ল্যাট থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করে থাকেন। মাত্রাতিরিক্ত সেবনের চাহিদা মেটানোর লক্ষে বাসায় একটি মিনিবার স্থাপন করেছেন। মিনি বার থাকায় তার ফ্ল্যাটে ঘরোয়া পার্টি আয়োজন পরিপূর্ণতা পেত বলে তিনি জানান।
গ্রেপ্তারকৃত মো. নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করত এবং পার্টিতে অংশগ্রহণ করত বলে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।