মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ বিমানের দুই ক্রু ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। কর্তৃপক্ষ আজ জানিয়েছে, মঙ্গলবার একটি হোটেল থেকে আরিফ পাঠান রহিত ও আল মামুন শিশিরকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা থেকে ইয়াবা কিনে সৌদি আরবে প্রবাসীদের কাছে বিক্রির অভিযোগ আনা হয়েছে দুইজনের বিরুদ্ধে। ঢাকা থেকে জেদ্দাগামী বিমান বাংলাদেশের এয়ারলাইন্স বিজি ০৩৯ ফ্লাইটের ক্রু ছিলেন রহিত ও শিশির।