বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারের দাফন সম্পন্ন সুনামগঞ্জে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত-৩ বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান, ১৬২টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় ঝিনাইগাতীতে “সৌরভ চত্বরের “মোড়ক উন্মোচনে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে গুঞ্জন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৮ জন টানা বর্ষণে রূপগঞ্জে ত্রিশ গ্রাম জলাবদ্ধতায় প্লাবিত: লক্ষাধিক মানুষ পানিবন্দি দুর্নীতির অভিযোগে ফেনীর পানি উন্নয়ন বোর্ডে দুদকে-র অভিযান শেরপুর সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ জালিয়াতি ও প্রতারণা করে তথ্য পাচারের অভিযোগে আপেল মাহমুদের বিরুদ্ধে মামলা হবিগঞ্জের বানিয়াচংয়ে এসএসসি পরিক্ষার্থী অপহরণের আড়াই মাস পর উদ্ধার
সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা তালেবানের

সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের জন্য ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছে তালেবান। যুক্তরাষ্ট্র-সমর্থিত আশরাফ গনি সরকার পতনের পর মঙ্গলবার সকালে এই ঘোষণা আসে।

এএফপির খবরে বলা হয়েছে, ‘সাধারণ ক্ষমা’ ঘোষণার পর সরকারি কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশও দিয়েছে তালেবান।

তালেবানের বিবৃতিতে বলা হয়েছে, ‘সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হল। এখন পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে রুটিন লাইফে ফিরতে হবে আপনাদের। ‘

রোববার দুপুরে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। কোনো যুদ্ধ ছাড়াই রাজধানীর দখল নিতে সক্ষম হয় তালেবান। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ২৮টির নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।

পরে বিকেল ৪টার দিকে আফগানিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছেন আশরাফ ঘানি।

এরপর খবর আসে তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

তালেবানের অস্থায়ী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিরজাকওয়াল। আফগান গণমাধ্যমের খবরে এও এসেছে, এ অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালি।

তবে তালেবানরা বলছে, অন্তর্বর্তীকালীন সরকার নয়, তারা সরাসরি ক্ষমতা চায়।

কাবুলে গনি সরকারের পতনের পর দেশটির সাধারণ মানুষদের সঙ্গে অনেক সরকারি কর্মকর্তাও প্রাণভয়ে দেশটি থেকে পালাতে চাইছেন বলে আফগান গণমাধ্যম জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা গেছে, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া একটি বিমানের পাখায় ঝুলে পড়ছে আফগানরা। রানওয়ে থেকে বিমান যখন আকাশে উড়েছে, তখন বিমান থেকে তারা খসে পড়ছে।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, মার্কিন বিমানের চাকায় মানব দেহাবশেষ পাওয়া গেছে।

সোমবার ওই বিমানবন্দরে বিশৃঙ্খলার পর কাবুলে সামরিক, বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে পেন্টাগন।

উপায়ান্তর না দেখে দেশটি থেকে পালাতে আফগানরা পাকিস্তান ও ইরান সীমান্তে জড়ো হচ্ছে বলে খবর এসেছে পাকিস্তানের একাধিক গণমাধ্যমে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com