রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর পূর্বাঞ্চলে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় গ্রেইসে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিসির।
শনিবার (২১ আগস্ট) রাতে গ্রেইস ভেরাক্রুজ রাজ্যে আছড়ে পড়ে। হারিকেনে এখন পর্যন্ত এই রাজ্যেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। মেক্সিকোর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মেক্সিকোর মূল ভূখণ্ডে পৌঁছানোর সময় ঝড়টির নিয়ে আসা বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার পর্যন্ত। এতে এখন পর্যন্ত যে ৮ জনের মৃত্যুর খবর মিলেছে, তাদের ৬ জন একই পরিবারের, বলেছেন ভেরাক্রুজ রাজ্যের কর্মকর্তারা।
মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের গভর্নর কুইটলুহাক গার্সিয়া বলেন, শিশুসহ কমপক্ষে আটজন মারা গেছেন এবং তিনজন নিখোঁজ রয়েছেন। ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৩ লাখ ৩০ হাজার মানুষ। ধীরে ধীরে এটি পুনরুদ্ধার করা হচ্ছে।
ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, গ্রেস একটি ক্রান্তীয় ঝড়। এটি আঘাত হানার পরই মেক্সিকো সিটির পূর্বে মধ্য মেক্সিকোর পাহাড়ি এলাকায় গিয়ে গতি হারিয়েছে এবং মধ্যরাতে ঝড় পুরোপুরি শেষ হয়েছে।
ভেরাক্রুজ কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে নদীগুলোর পানি অনেক বেড়ে গিয়েছে। ভূমিধসের ঘটনা ঘটেছে। অনেককে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে।