রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: লেবার পার্টি বলছে, যেসব আফগান এখনও দেশটিতে রয়েছেন তাদের জীবন ঝুঁকির সম্মুখীন। তাদের জন্য আরও কিছু করা দরকার। ব্রিটিশ সামরিক বাহিনী এবং সরকারের জন্য যেসব আফগান নাগরিক কাজ করেছেন তারা যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকতে পারবেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পূর্বঘোষিত পাঁচ বছরের আশ্রয়ের পরিবর্তে এবার আফগান বন্ধুদের অনির্দিষ্টকালের জন্য আশ্রয় দেবে তারা। ১৩ আগস্ট থেকে যুক্তরাজ্য ৮ হাজারেরও বেশি মানুষকে আশ্রয় দিয়েছে। তবে লেবার পার্টি বলছে, যেসব আফগান এখনও দেশটিতে রয়েছেন তাদের জীবন ঝুঁকির সম্মুখীন। তাদের জন্য আরও কিছু করা দরকার।
গত সপ্তাহে ব্রিটিশ সেনারা আফগানিস্তান ত্যাগ করে। এর মাধ্যমে আফগানিস্তানে যুক্তরাজ্যের ২০ বছরের সামরিক সম্পৃক্ততার অবসান ঘটে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, “কতজন আফগান যুক্তরাজ্যে যাওয়ার জন্য যোগ্য তার ‘নির্দিষ্ট’ পরিসংখ্যান দেওয়াটা কঠিন।”
ব্রিটিশ সরকার বলেছে, যারা ইতোমধ্যেই যুক্তরাজ্যে অস্থায়ী বসবাসের জন্য স্থানান্তরিত হয়েছে এখন তাদের অভিবাসন ব্যবস্থার উন্নতি করতে হবে। এছাড়া সেখানে তাদের কাজ করার অধিকারসহ স্থায়ী চাকরিতে প্রবেশাধিকার দেওয়া প্রয়োজন।
আফগান নাগরিক বুরহান ভেসাল বলেন, “স্ত্রী ও ছেলেকে নিয়ে যুক্তরাজ্যের একটি বিমানে ওঠার সময়টা ছিল তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত।”
তিনি ব্রিটিশ সেনাবাহিনীর দোভাষী হিসেবে কাজ করেছিলেন এবং তালেবানরা তাদের হত্যা করবে এই ভয়ে তার পরিবারকে নিয়ে আত্মগোপনে গিয়েছিলেন।
ভেসাল জানন, তালেবানরা রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার একদিন আগে তিনি যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে অনুরোধ করেছিলেন। তাদের সরিয়ে নেওয়ার জন্য এবং বিমানবন্দরে যেতে সাহায্য করার জন্য অনুরোধ করেছিলেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যারা আফগানিস্তানে সশস্ত্র বাহিনীতে কাজ করেছে তাদের জন্য যুক্তরাজ্যের কর্তব্য আছে।
তিনি বলেন, “যুক্তরাজ্যে আমরা তাদের এবং তাদের পরিবারকে জীবন পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে দৃঢ়প্রতিজ্ঞ। আমি জানি এটি একটি অবিশ্বাস্যরকম ভীতিকর সময় কিন্তু আমি আশা করি তারা ইতোমধ্যেই ব্রিটিশ জনসাধারণের সমর্থন পেয়েছেন।”