শনিবার, ১৮ মে ২০২৪, ১২:২০ অপরাহ্ন

এক দিনে করোনা শনাক্তের হার ১ দশমিক ৫০

এক দিনে করোনা শনাক্তের হার ১ দশমিক ৫০

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৮৪৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৯৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৮৪৭ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৪ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার ৩০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৯ লাখ ৯১ হাজার ৬ জন। বিপরীতে সেরে উঠেছেন ২২ কোটি ২৮ লাখ ৯৬ হাজার ২৪৫ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৪৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com