রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: আবারও ভয়াবহ বোমা হামলা হয়েছে আফগানিস্তানের একটি মসজিদে। দেশটির নানগরহর প্রদেশের স্পিন ঘর এলাকায় শুক্রবারের নামাজ চলাকালীন ওই বিস্ফোরণটি ঘটানো হয়। বার্তা সংস্থা এএফপি সূত্রে এ তথ্য জানা যায়।
বার্তা সংস্থা এএফপিকে এক তালেবান কর্মকর্তা জানান, এতে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন। নামাজ চলাকালীন মসজিদের ভেতরেই বিস্ফোরণটি ঘটানো হয়। ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। তবে নানগরহর প্রদেশের তালেবান কর্মকর্তা কারি হানিফ জানিয়েছেন, বোমাটি আগে থেকেই মসজিদের ভেতরে প্ল্যান্ট করা হতে পারে।
স্থানীয় এক বাসিন্দা আতাল শিনওয়ারি রয়টার্সকে জানিয়েছেন, দুপুর দেড়টার সময় নামাজ শুরু হলে বোমাটি বিস্ফোরিত হয়। একই কথা বলেছেন স্থানীয় আরও অনেকে।
এখনো হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। গত ১৫ই আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর একের পর এক ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসলামিক স্টেটের জিহাদিরা। সংগঠনটির প্রধান টার্গেটে পরিণত হয়েছে দেশটির শিয়া ও তালেবান সদস্যরা। নভেম্বরের প্রথম সপ্তাহেই কাবুলের একটি সামরিক হাসপাতালে হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করে আইএস। এছাড়াও প্রায় প্রতি শুক্রবারেই দেশটির মসজিদগুলোতে হামলার ঘটনা ঘটছে। তালেবান সবগুলো হামলার জন্যেই আইএসকে দায়ি করেছে।