রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলা আদালতে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া আরও ৪ জন মারাত্মক আহত হয়েছে।
ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১২টা ২২ মিনিটের দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার একটি বাথরুমে বিস্ফোরণ ঘটে। এর তীব্রতা এতটাই বিশাল ছিল যে বাথরুমের দেয়াল এবং আশেপাশের কক্ষের জানালার কাচ ভেঙে পড়ে।
ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এ ছাড়া কাজ করছে অগ্নিনির্বাপণ ইউনিট।
লুধিয়ানা শহরের প্রাণকেন্দ্রে জেলা কমিশনারের কার্যালয়ের কাছে অবস্থিত আদালত ভবনটি।
পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এক টুইট বার্তায় বিস্ফোরণের ঘটনাটি ভালোভাবে তদন্ত কর দেখতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিস্ফোরণে পাকিস্তান সমর্থিত একটি গোষ্ঠীর হাত থাকতে পারে বলে মনে করেন তিনি। এ ছাড়া তিনি হুমকি মোকাবিলায় ২৫ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মীদের ড্রোন ধ্বংসকারী গ্যাজেট দেওয়ার আহ্বান জানিয়েছেন।