সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :

বাম জোটের অর্ধদিবস হরতাল চলছে

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৩৭

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পূর্বঘোষিত বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতাল চলছে। আজ সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ হরতাল পালন করছে বাম জোটগুলো।

জানা গেছে, সকাল ৬টায় বাংলাদেশ কমিউনিস্ট অফিসের সামনে থেকে সিপিবির সভাপতি মো. শাহ আলমের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি গুলিস্তান মোড়ে পল্টন অবস্থান নেয়।

এ দিকে বাম জোটের ডাকা হরতালকে কেন্দ্র করে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের পল্টন মোড়ে অবস্থান গ্রহণ করতে দেখা গেছে।

পল্টন মোড়ে বিক্ষোভরত সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। মানুষ সড়কে নেমে এসেছে। এ হরতালে কোনো ধরনের উস্কানি দেবেন না।

বাম জোটের নেতারা বলছেন, যারা হরতালে গাড়ি চালাবেন তারা জাতির শত্রু। এরা সরকারের দালাল। এদের দ্রুত চিহ্নিত করা হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি গণমাধ্যমকে বলেন, হরতালের সমর্থনে রাজধানীর মিরপুর এলাকায় বাম জোটের নেতাকর্মীরা মিছিল বের করলে সেখান থেকে নয়জনকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া আমাদের কাছে সারা দেশে মিছিলে বাধা দেওয়া ও হামলার খবর আসছে।

এ দিকে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের কারণে যান চলাচল বন্ধ থাকায় হেঁটে এবং রিকশায় চেপে অনেককেই গন্তব্য স্থলে রওনা দিতে দেখা গিয়েছে।

অপর দিকে রাজধানীর পল্টন-মতিঝিল, কাকরাইল ও এর আশপাশের কয়েকটি সড়কে তেমন গাড়ি না দেখা গেলেও অন্যান্য এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর পুরানা পল্টন এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে গত ১১ মার্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এই হরতাল কর্মসূচির ঘোষণা করেছিল দলটি।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com