সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতারের ছয়দিন পর জামিন পেলেন বিএনপি নেতা ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে তাকে জামিন দিয়েছেন আদালত।
এর আগে গেল বুধবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ ইশরাকের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। সেদিন সকাল ১১টা ৪০ মিনিটে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে লিফলেট বিতরণের সময় ইশরাককে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।
এরপর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি গাড়ি পোড়ানোর একটি মামলায় পরোয়ানাভুক্ত এক নম্বর আসামি।
সে সময় মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত বলেছিলেন, ২০২০ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় আদালত থেকে তার পরোয়ানা জারি ছিল। এর ভিত্তিতে তাকে গ্রেফতার করেছি।
বুধবার ইশরাককে গ্রেফতারের পর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেছিলেন, তার (ইশরাক) বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা ছিল। ওই মামলায় তিনি পরোয়ানাভুক্ত এক নম্বর আসামি।