বুধবার, ২৭ মার্চ ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

ইমরান খানকে গ্রেফতারের হুঁশিয়ারি পাক স্বরাষ্ট্রমন্ত্রীর

ইমরান খানকে গ্রেফতারের হুঁশিয়ারি পাক স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। রবিবার (১ মে) তিনি জানিয়েছেন, সৌদি আরবের মসজিদে নববীতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বহর লক্ষ্য করে কটাক্ষ ও হেনস্তার অভিযোগে ইমরান খানসহ ১৫০ জনের নামে এফআইআর করা হয়।

ইমরান খানকে গ্রেফতার করার বিষয়ে বিবৃতি দিয়ে রানা সানাউল্লাহ বলেন, ‘ইমরান খান একজন ফিৎনাবাজ। তারা যা করেছে তার জন্য ক্ষমা করা হবে না। ইমরান খানকে অবশ্যই গ্রেফতার করা হবে।’

ইমরান খানসহ ১৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা নবীজির রওজার পবিত্রতা বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে মামলা না হওয়ার কোনো কারণ নেই।’

তিনি দাবি করেন, এ বিষয়ে যদি কেউ মামলা করতে চায় তাহলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না। মুসলিম লিগ-এনের নেতাদের ওপর হামলার বিষয়টি পূর্বপরিকল্পিত। এটির জন্য উস্কানি দেওয়া হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী অনীল মুসারাত এবং সাহিবজাদা জাহাঙ্গীর যুক্তরাজ্য থেকে সৌদি আরবে আসে।

এদিকে জানা গেছে মসজিদে নববীর ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের তাদের সৌদি আরব থেকে বের করে দেবে দেশটির সরকার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com