পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায় চা পাতা ফেলে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১২ মে (বৃহস্পতিবার) দুপুরে পঞ্চগড় শহরের শের-ই-বাংলা পার্ক চত্বরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা ‘চা বাগান মালিক সমিতি ও পঞ্চগড় জেলা ‘চা চাষি অধিকার বাস্তবায়ন কমিটি যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন এলাকার চা চাষিরা অংশ নেন। কর্মসূচিতে চাষিরা মহাসড়কে কাঁচা চা পাতা ফেলে দিয়ে দাম কমানোর প্রতিবাদ জানান।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, ক্ষুদ্র চা-চাষি মোজাহারুল হক, সৈয়দ আলী, আনোয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, কারখানা মালিকরা সিন্ডিকেট করে চা পাতার দাম কমিয়েছে। বর্তমানে খরচ তুলতে হিমসিম খেতে হচ্ছে। অবিলম্বে কাঁচা চা পাতার মূল্য বৃদ্ধি করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।