শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
ডেস্ক নিউজ: সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) নারী স্কোয়াডের নেতৃত্ব দেওয়া মার্কিন নারীর ২০ বছরের কারাদণ্ড হতে পারে। তবে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার দাবি করেছে, বুধবার যুক্তরাষ্ট্রের একটি আদালত তাকে কারাদণ্ড দিয়েছেন। চলতি বছরের ২৫ অক্টোবর থেকে শুরু হবে তার ২০ বছরের কারাবাসের মেয়াদ।
বিবিসি জানিয়েছে, নারীদের সব দলকে প্রশিক্ষণের অভিযোগ মঙ্গলবার ভার্জিনিয়ার একটি আদালতে তিনি স্বীকার করেন। তবে কখনো শিশুদের ভ্রান্ত পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেননি বলে দাবি করেছেন ওই নারী।
৪২ বছর বয়সী অ্যালিসন ফ্লুকে-ইকরেন শতাধিক নারীকে সহিংসতার জন্য প্রশিক্ষণ দিয়েছেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। প্রশিক্ষণ নেওয়া ওই নারীদের মধ্যে বয়স্ক ও শিশুও ছিল।
তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান এবং শপিংমলে হামলার জন্য জঙ্গি নিয়োগের অভিযোগ প্রমাণিত হয়েছে। এমনকি, যুক্তরাষ্ট্র ছেড়ে পশ্চিম এশিয়ায় গিয়ে জঙ্গিদলে নাম লেখানোর পর তিনি নিজের ছেলের ‘নিরাপত্তার’ ভয় দেখিয়ে সাবেক স্বামীর কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেছেন।
ভার্জিনিয়ার আলেকজন্দ্রিয়া আদালতে শুনানির সময় তিনি স্বীকার করেছেন, সিরিয়ায় আইএসের একটি নারী ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে শতাধিক নারীকে নাশকতার প্রশিক্ষণ দিয়েছেন তিনি। শিখিয়েছেন আগ্নেয়াস্ত্র চালানো এবং মানববোমা হওয়ার কৌশল।
শিক্ষক থেকে আইএস নারী নেতা হয়ে ওঠা অ্যালিসন ফ্লুকে-ইকরেন ২০১১ সালের দিকে যুক্তরাষ্ট্র ছাড়েন। সিরিয়ায় যাওয়ার আগে লিবিয়ায় একটি সন্ত্রাসী দলের সঙ্গে কাজ করেছেন তিনি।
জীববিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন অ্যালিসন ফ্লুকে-ইকরেন। পরে স্কুলের শিক্ষকও হয়েছিলেন। তুরস্ক এবং লিবিয়ায় বসবাসের পর তিনি আইএসে যোগ দিতে সিরিয়ায় যান।
সূত্র : বিবিসি।