বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ঋষি সুনাক

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে দেশের চাহিদাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার প্রতিশ্রুতি দিলেন ঋষি সুনাক। রাজা চার্লসের সঙ্গে প্রাসাদে সাক্ষাতের পর মঙ্গলবার দুপুরে লন্ডনের দশ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া প্রথাগত বক্তব্যে সুনাক বলেন, তিনি জাতির প্রয়োজনগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত। এমন একটি সরকার গঠন করবেন যা রক্ষণশীল দলের সেরা প্রতিনিধিত্ব করবে।

নতুন প্রধানমন্ত্রী বলেছেন, জাতির বিশ্বাস পুনরুদ্ধার করতে তার কাজ করতে হবে। তবে তিনি দায়িত্বের চাপে শঙ্কিত নন।

প্রধানমন্ত্রী হিসেবে সুনাক সরকারি কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রবেশ করার সময় সমর্থকরা হর্ষধ্বনি ও করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। আবার বক্তৃতার সময় বাইরে বিক্ষোভকারীদের হেসে উঠতেও শোনা যায়।

রাজা চার্লস কর্তৃক সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর ঋষি সুনাক এখন যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী। তিনি দেশটির গত দুশ বছরের কনিষ্ঠতম এবং এ যাবতকালের প্রথম এশীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী।

সূত্র: বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com