মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের সরকারি সফরে সোমবার ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। এই সফরে তিনি ঢাকায় আবার দেশটির মিশন চালুর ঘোষণা দিতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত ৩০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী তখন জানান, ‘আমি সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোকে আমন্ত্রণ জানিয়েছি। এ ছাড়া আমি তাঁকে বলেছি, লিওনেল মেসিকেও তাঁর সঙ্গে আনতে।’ সংশ্লিষ্ট সূত্রগুলো তখন জানায়, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী আগামী ২৬ বা ২৭ ফেব্রুয়ারি ঢাকা সফরে আসবেন।