সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে বিনিয়োগ: শিক্ষা বিস্তারে জেলা–উপজেলা প্রশাসনকে যুক্ত করছে বিএসইসি এস এম বখতিয়ার আলম ইসলামিক ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান শাহজালালে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা; শিবিরের ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাতীয় বেতন কমিশনের মতবিনিময় সভা শিক্ষকদের সঙ্গে করণ জোহরের সিনেমায় অভিনয় করেননি জয়া আহসান তরুণদের বীমায় সম্পৃক্ত করতে আইডিআরএর গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন সোনার বাংলা ইনস্যুরেন্সের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না: ইসি গার্ডিয়ান লাইফ শতভাগ ক্যাশলেস; লেনদেন হবে ডিজিটাল মাধ্যমে

কবরস্থানে নড়ে উঠল শিশু!

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২২৬

আন্তর্জাতিক ডেস্ক:  জন্মের ২০ মিনিট পরেই মারা গেছে…ডেথ সার্টিফিকেটে এমন তথ্য দিয়ে সদ্য ভূমিষ্ঠ এক শিশুকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। তবে শিশুটিকে যখন কবরস্থ করতে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখনই নড়ে ওঠে সে। এরপর তড়িঘড়ি করে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে পরবর্তীতে শিশুটি সত্যিই মারা যায়।

এমন ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মোদিনীপুর জেলায়। রোববার (৯ এপ্রিল) এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল শনিবার দুপুর ২টার দিকে ঘাটাল হাসপাতালে পুত্র শিশুর জন্ম দেন এক মা। এরপর বিকাল ৫টার দিকে শিশুটির পরিবারকে জানানো হয় জন্মের ২০ মিনিট পরই তার মৃত্যু হয়েছে। এরপর রাতে শিশুটিকে হাসপাতাল থেকে বাড়িতে এবং পরবর্তীতে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই নড়ে ওঠে সে।

এ ঘটনায় শিশুটির বাবা আলী আহমেদ খান সংশ্লিষ্ট চিকিৎসকের বিচার দাবি করেছেন। তিনি বলেছেন, তার ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে। এ বিষয়ে সুষ্ঠু বিচার পেতে মুখ্যমন্ত্রী মমতা মুখার্জির সঙ্গে দেখা করতে চেয়েছেন তিনি।

অভিযুক্ত ঘাটাল হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে দেখা করেছেন আলী আহমেদ। এছাড়া সেখানকার স্থানীয় রাজনৈতিক নেতাও এ সময় উপস্থিত ছিলেন।

এ ঘটনায় ঘাটাল হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় আলাদাভাবে তদন্ত করবে। এতে কোনো চিকিৎসকের গাফিলতি ধরা পড়লে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উচ্চপদস্থরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com