শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রোগ্রামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেশব্যাপী নাশকতার প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির সমাবেশ ও অবস্থান কর্মসূচি নরসিংদীতে দশম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন গণভোটের প্রশ্ন কেমন হবে, পরিস্কার করলেন প্রধান উপদেষ্টা রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, মোড়ে মোড়ে তল্লাশি রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোস্তফা কামরুস সোবহান রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনঃনির্বাচিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ গ্রাহকের টাকা আত্মসাৎ, ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড

কবরস্থানে নড়ে উঠল শিশু!

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৩৩

আন্তর্জাতিক ডেস্ক:  জন্মের ২০ মিনিট পরেই মারা গেছে…ডেথ সার্টিফিকেটে এমন তথ্য দিয়ে সদ্য ভূমিষ্ঠ এক শিশুকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। তবে শিশুটিকে যখন কবরস্থ করতে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখনই নড়ে ওঠে সে। এরপর তড়িঘড়ি করে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে পরবর্তীতে শিশুটি সত্যিই মারা যায়।

এমন ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মোদিনীপুর জেলায়। রোববার (৯ এপ্রিল) এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল শনিবার দুপুর ২টার দিকে ঘাটাল হাসপাতালে পুত্র শিশুর জন্ম দেন এক মা। এরপর বিকাল ৫টার দিকে শিশুটির পরিবারকে জানানো হয় জন্মের ২০ মিনিট পরই তার মৃত্যু হয়েছে। এরপর রাতে শিশুটিকে হাসপাতাল থেকে বাড়িতে এবং পরবর্তীতে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই নড়ে ওঠে সে।

এ ঘটনায় শিশুটির বাবা আলী আহমেদ খান সংশ্লিষ্ট চিকিৎসকের বিচার দাবি করেছেন। তিনি বলেছেন, তার ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে। এ বিষয়ে সুষ্ঠু বিচার পেতে মুখ্যমন্ত্রী মমতা মুখার্জির সঙ্গে দেখা করতে চেয়েছেন তিনি।

অভিযুক্ত ঘাটাল হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে দেখা করেছেন আলী আহমেদ। এছাড়া সেখানকার স্থানীয় রাজনৈতিক নেতাও এ সময় উপস্থিত ছিলেন।

এ ঘটনায় ঘাটাল হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় আলাদাভাবে তদন্ত করবে। এতে কোনো চিকিৎসকের গাফিলতি ধরা পড়লে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উচ্চপদস্থরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com