শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে : ড. আসিফ নজরুল চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৫৩ বিজিবি কর্তৃক ভারতীয় পিস্তল, গুলি ও বিদেশি মদ উদ্ধার  নওগাঁর ধামইরহাটে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সংস্কারকাজ শুরু জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান অনিয়ম ও দুর্নীতি অভিযোগ কুসিক নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ, কক্ষে তালা রাজশাহী ৪ আসনের সাবেক এমপি কালাম গ্রেফতার সাভারে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে তরুণীকে হত্যা, আদালতে প্রেমিকের দায় স্বীকার শামীম তালুকদার লাবু ও তার স্ত্রী জানাতারা হেনরী সাত দিনের রিমান্ডে টাঙ্গাইল মির্জাপুরে রাস্তা পারাপারের সময় একজন নিহত
অপহরণের পর লাশ গুমের আশঙ্কা নিখোঁজ মুক্তিযোদ্ধা সাব রেজিষ্ট্রার বাদলের সন্ধানে এলাকাবাসীর মানববন্ধন

অপহরণের পর লাশ গুমের আশঙ্কা নিখোঁজ মুক্তিযোদ্ধা সাব রেজিষ্ট্রার বাদলের সন্ধানে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রাম থেকে রহস্যজনকভাবে নিখোঁজের ২৩ দিনেও পুলিশ খোঁজ পায়নি বীর মুক্তিযোদ্ধা ও সাব-রেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাসের।

নিখোঁজ মুক্তিযোদ্ধা বাদল কৃষ্ণ বিশ্বাস (৬০) ওই গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে ও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। নিখোঁজ বাদলের সন্ধানের দাবিতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করে শনিবার বেলা এগারোটায় স্থানীয় কারফা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচিতে মুুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ কয়েক হাজার নারী-পুরুষ, অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন মুক্তিযোদ্ধা ও সাব রেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাস। গত ২০ এপ্রিল দিবাগত রাত নয়টার দিকে তিনি (বাদল) নিজের মাছের ঘের পরিদর্শনে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজ সাব-রেজিস্ট্রারের ছেলে অংকন বিশ্বাস ২১ এপ্রিল উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরপর পুলিশের একাধিক টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করেও ২৩ দিনে নিখোঁজের কোন হদিস মেলাতে পারেননি।

বক্তারা তাদের বক্তব্যে বলেন- সন্ত্রাসের জনপদখ্যাত জল্লা ইউনিয়নের গ্রামের বাড়ির জমিজমা ও মাছের ঘের নিয়ে অন্যান্য ওয়ারিশদের সাথে পূর্ব বিরোধের জেরধরে বাদল বিশ্বাসকে অপহরনের পর হত্যা করে লাশ গুম করা হতে পারে।

বক্তারা আরও বলেন, ইতোমধ্যে জল্লা ইউনিয়নের সাবেক দুই জন ইউপি চেয়ারম্যান হত্যা কান্ডের শিকার হয়েছেন। পাশাপাশি নিখোঁজসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলছে। যেকারণে নিখোঁজ বাদল কৃষ্ণ বিশ্বাসের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।###

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com