শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আকমল আলী রোডে মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক এখনো থেমে নেই ছাত্রলীগের সন্ত্রাসী প্রত্যয় মাহমুদের নাশকতা কার্যক্রম দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, ৫ জনের কারাদণ্ড গ্যাং লিডার হিটলু বাবু গ্রফতার, অস্ত্র উদ্ধার জীবনমান উন্নয়নে আগৈলঝাড়ায় সেমিনার ভোলার উন্নয়নে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি: প্রধান উপদেষ্টার প্রতি স্মারকলিপি জুলাই যোদ্ধার অনুদান পেলেন যুবলীগ নেতা, তদন্ত কমিটি গঠন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
জেলা প্রশাসন এবং সাংবাদিকরা একসঙ্গে কাজ করার প্রত্যয়

জেলা প্রশাসন এবং সাংবাদিকরা একসঙ্গে কাজ করার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক:

জেলা প্রশাসন এবং সাংবাদিকরা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা জেলা প্রশাসক মমিনুর রহমান। ভালো সংবাদ পরিবেশনের জন্য ভালো পরিবেশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। গতকাল দুপুরে ঢাকা জেলা প্রশাসনের মিডিয়া সেল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে জেলা প্রশাসক লাল ফিতা কেটে এ সেলের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক বলেন, আমরা জেলা প্রশাসন এবং সাংবাদিকরা একসঙ্গে কাজ করবো। আমাদের দেশে অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতির যে ধারায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই ধারা যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে। বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি যারা রয়েছেন তাদের অবদানের কারণে এ দেশ এগিয়ে যাচ্ছে। এখনো এদেশে যারা একসময় স্বাধীনতা, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই শক্তি কিন্তু প্রায় বিভিন্ন রকম অপচেষ্টা চালিয়ে থাকে।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘এটি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যেখানে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জজকোর্ট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতসহ অনেক আদালতের অবস্থান। এ এলাকায় অনেক সাংবাদিক কাজ করেন। তাদের বসার কোনো জায়গা ছিল না।

ভালো সংবাদ পরিবেশনের জন্য ভালো পরিবেশ প্রয়োজন। তবে সে রকম একটা জায়গা ছিল না। আমাদের কাছে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) নেতৃবৃন্দ বসার জায়গার জন্য বলেন। যার আলোকে মিডিয়া সেল এখানে করেছি।
এ এলাকায় যারা কাজ করেন, কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সদস্যবৃন্দ যারা রয়েছেন সবাই এখানেই বসবেন। তিনি বলেন, ‘আমরা চাই না এ ঢাকা, পুরান ঢাকা বা বাংলাদেশের এই অঞ্চলকে কেন্দ্র করে কোনো ধরনের নেতিবাচক কোনো ঘটনা ঘটুক বা কোনো ধরনের আইনশৃঙ্খলা বিঘœ হয় বা কোনো ধরনের নাশকতামূলক, অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সে রকম আমরা যে রকম সচেতন রয়েছি, কাজ করছি। প্রধানমন্ত্রী যে ভিশন ঘোষণা করেছেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশটা যেন আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিতে পারি।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com