বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৫৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক: সাংবাদিক মিশেল উলফের লেখা বই নিয়ে তুলকালাম চলছে মার্কিন মুল্লুকে। বইটিতে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে অজানা বিভিন্ন তথ্য উঠে এসেছে।
ইভানকাকে এতদিন ট্রাম্পের মেয়ে বলে জানলেও উলফে তার বইয়ে লিখেছেন- ইভানকা আসলে ট্রাম্পের মেয়ে নন, স্ত্রী।
এতে বলা হয়েছে, হোয়াইট হাউজের যোগাযোগ বিষয়ক পরিচালক হোপ হিকস এবং ট্রাম্পের সাবেক ক্যাম্পেইন ম্যানেজার কোরে লিওয়ান্ডোস্কির মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল। এক পর্যায়ে কোরেকে বরখাস্ত করেন ট্রাম্প। এরপর একদিন হিকসকে ট্রাম্প জিজ্ঞাসা করলেন, ‘ওকে বরখাস্ত করার পর তোমার মন খারাপ হয়েছিল কেন? তার জন্য অনেক করেছ। তোমার মতো কোমরওয়ালা মেয়ে তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া’।
বইটিতে আরও বলা হয়েছে, হিকসের সঙ্গে ট্রাম্পের খুবই ঘনিষ্ট সম্পর্ক। ঘনিষ্টজনেরা তাকে ট্রাম্পের মেয়ের মতো মনে করেন। অন্যদিকে ট্রাম্প ও তার নিজের মেয়ে ইভানকার ব্যাপারে ইতিবাচক ধারণা নেই হোয়াইট হাউজ স্টাফদের মধ্যে।
উলফ তার বইয়ে লিখেছেন, ‘আসলে হিকস হচ্ছে ট্রাম্পের সত্যিকারের মেয়ে, আর ইভানকাকে মনে করা হয় তার সত্যিকারের স্ত্রী’!
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যেকোনো উপায়ে বইটির প্রকাশনা বন্ধ করতে। এজন্য আইনি ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছেন। ইতিমধ্যে পাঠিয়েছেন লিগাল নোটিশ। কিন্তু প্রকাশকও নাছোড়বান্দা। তিনিও বহুল আলোচিত এ বইটিকে আলোর মুখ দেখাবেন বলে ঘোষণা দিয়েছেন।
arimidex 1 mg pill order arimidex online cheap buy anastrozole pills