বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

মিরপুরের যে ছবি দেখে আঁতকে উঠেছে মানুষ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৭

নিজস্ব প্রতিবেদকঃ বৃষ্টির পানিতে মিরপুর এলাকা যখন হাবুডুবু খাচ্ছিল তখন হাটুপানিতে ছোট্ট একটি পা দেখা যাচ্ছিল। হাটুপানিতে তখন ছোট্ট একটি পা দেখা যাচ্ছিল। এসময় কালো প্যান্ট পড়ে খালি গায়ে এসে এক ব্যক্তি তার পা ধরে টেনে তুললেন। ডান পা ধরে টেনে তুলতেই দেখা গেল আনুমানিক ৬/৭ মাসের একটি শিশু। পড়নে নীল হাফপ্যান্ট ও সাদা স্যান্ডুগেজি। শিশুটির হাতের দিকে তাকালে মনে হবে মুষ্টিবদ্ধ করে রেখেছে।বৃহস্পতিবার রাতেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় পা টেনে তোলা নিষ্পাপ শিশুটির ছবি। যা দেখে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। আঁতকে উঠেন অনেকেই। কেউ সমালোচনা করছেন রাজধানীর দুই মেয়রের, আবার কেউ দোষ দিচ্ছেন নিয়তির। কেউ কেউ বলছেন এটা কোন দুর্ঘটনা না, এটা স্রেফ হত্যাকাণ্ড।স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলেটির নাম হোসাইন হতে পারে। তার আনুমানিক বয়স ০৭ মাস। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শিশুটির পা ধরে টেনে তুলে এক নারীর হাতে তাকে তুলে দিয়েছেন ওই ব্যক্তি। হাতে নিয়েই শিশুটিকে নিয়ে কান্নাকাটি আর ছুটোছুটি করছেন ওই নারী।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়। মিরপুরের শিয়ালবাড়ির পাশে হাজী রোডের কর্মাস কলেজ সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। আর এতে বিদ্যুতায়িত হয়ে চার জন নিহত হন। নিহতরা হলেন- মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (০৭)। তাদের উদ্ধার করতে গিয়ে নিহত হয়েছেন অনিক (২০) নামে আরেকজন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com