শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ জিম্বাবুয়েতে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ভারতীয় ধনকুবের হরপাল রনধাওয়া ও তার ছেলে রয়েছেন। বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে গত (২৭ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম জিম্বাবুয়ের একটি হীরার খনির কাছে বিধ্বস্ত হয়। খবর পিটিআইয়ের।জিম্বাবুয়ে সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক এলিজা চিঙ্গোশো জানান, বিধ্বস্ত বিমানটি জিম্বাবুয়ের রিওজিম লিমিটেডের। মুরোওয়া হীরক খনির কাছে আছড়ে পড়ে। খনিটি দক্ষিণ-পশ্চিম জিম্বাবুয়েতে অবস্থিত।জানা গেছে, হরপাল রনধাওয়া রিওজিমের মালিক। কয়লা উৎপাদনের পাশাপাশি, সোনা ও তামা পরিশোধন করে থাকে প্রতিষ্ঠানটি। ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিইএম হোল্ডিংসের প্রতিষ্ঠাতাও ছিলেন হরপাল।এ ধুনকুবের ও তার ছেলে রিওজিমের ব্যক্তিগত মালকানাধীন সিঙ্গেল ইঞ্জিনের ‘সেসনা ২০৬’ মডেলের প্লেনে হারারে থেকে মুরোওয়া হীরা খনিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এতে পাইলটসহ সবাই নিহত হন।