রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন

আবাসিক হোটেলের বাথরুমে ঝুলছিল কর্মচারীর মরদেহ

আবাসিক হোটেলের বাথরুমে ঝুলছিল কর্মচারীর মরদেহ

নিউজ ডেস্কঃ রাজধানীর মতিঝিল থানার সালিমার রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় আরাফাত হাওলাদার (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।
আরাফাতের চাচা ইয়াসিন বলেন, গত সাত-আট দিন আগে সালিমার আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্টে চাকরির সুবাদে ঢাকায় আসে আরাফাত। বুধবার রাতে খবর পাই সে বাথরুমে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশ এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাতিজা বেঁচে নেই।
তিনি বলেন, আমরা এতটুকু জানতে পেরেছি গতকাল এক বাবুর্চির সঙ্গে চাকু নিয়ে তার কথা কাটাকাটি হয়েছিল। তবে এই কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সে বিষয়টি বলতে পারছি না। আমাদের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুর খানি থানার প্রত্যাশী গ্রামে। তার বাবার নাম মো. আল আমিন হাওলাদার।মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, বুধবার রাতে আমরা খবর পেয়ে মতিঝিলের ওই আবাসিক হোটেলে যাই। সেখানে বাথরুমে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় আরাফাতকে উদ্ধার করি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে নাকি নিজেই গলায় ফাঁস দিয়েছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com