মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
মাসুদ রানা, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) থেকেঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এবার ৩৩ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ সুন্দর ও আনন্দঘন পরিবেশে পালনের লক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশ ও প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ১৭ অক্টোবর মঙ্গলবার সনাতন ধর্মের নেতৃবৃন্দের সঙ্গে থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি পূজা মন্ডপ এলাকায় নিরাপত্তা টহল পুলিশ এর পাশাপাশি সিসি ক্যামেরা আওতায় রাখা হবে। আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।এসময় সোনারগাঁ উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি লোকনাথ দত্ত বলেন, অতীতের ন্যায় এবারও আসন্ন দুর্গা পূজা শান্তি শৃংখলা বজায় রেখে পূজা উৎসব পালন করবেন। সোনারগাঁয়ে এ বছর ৩৩টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। তিনি পুলিশ প্রশাসন সহ সকলের সহযোগীতা কামনা করেন।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার পরিদর্শক (অপারেশন) মহসিন, সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার ভৌমিকসহ পুজা উদযাপন কমিটির বিভিন্ন কর্মকর্তা।