রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড় জেলার বোদা উপজেলার লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি বহুল কাংখিতো আউলিয়ার ঘাট ওয়াই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।বুধবার (১৮ আগষ্ট) দুপুরে ১ শত ১৬ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্য আউলিয়ার ঘাটে করতোয়া নদীর উপর ওয়াই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন এমপি।পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ জামান এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তরর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত চৌধূরী জর্জ, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি, সাবেক পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা সহ দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাড়েয়া মডেল স্কুল এন্ড কলেজ মাঠে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আনসার মো. রেজাউল করিম সামীমের সভাপতিত্বে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।মন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে আবার ক্ষমতা আনতে হবে। আমরা কথা দিয়েছিলাম আউলিয়ার ঘাটে ব্রিজ করা হবে। এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি আউলিয়ার ঘাটে ব্রিজের আজ ভিত্তিক প্রস্তর স্থাপন করা হল। দীর্ঘদিনের দুর্ভোগের অবসর হতে চলেছে। আগামী বছরের ডিসেম্বরে ব্রিজের কাজ শেষ হবে।এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আবদুল লতিফ তারিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা প্রমুখ বক্তব্য রাখেন।বাংলাদেশ প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্য
আউলিয়ার ঘাটে ওয়াই আকৃতির ব্রিজটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১ শত ১৬ কোটি টাকা। আগামী ২০২৪ সালের ডিসেম্বরে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হবে বলে জানা গেছে।