মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

তেতুলিয়া নদীতে ভেসে আশা অর্ধগলিত লাশ উদ্ধার

তেতুলিয়া নদীতে ভেসে আশা অর্ধগলিত লাশ উদ্ধার

আনোয়ার হোসাইন(হৃদয়): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রাম থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে লাশটি উদ্ধার করেছে পুলিশ। তবে লাশটির কোনো পরিচয় এখনও মেলেনি।

স্থানীয় ইউপি সদস্য শুকুর মিয়া জানান, ওই ইউনিয়নের দারভাঙা গ্রাম-সংলগ্ন তেতুলিয়া নদীর পাড়ে ওই দিন একটি অর্ধগলিত একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: নাজমুল হাসান বলেন, ‘ধারণা করছি ১৫-২০ দিন আগের লাশ এটি। পচে-গলে গেছে। কিছুদিন আগে ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলাকার জেলে ট্রলার ডুবিতে নিখোঁজদের কেউ হবে হয়ত। নিখোঁজ জেলে পরিবারের লোকদের খবর দেয়া হয়েছে। তারা শনাক্ত করতে পারলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com