বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
পানি লাগবে, কারো পানি? এই কণ্ঠ যেন এখনো প্রতিধ্বনি হয়। স্মৃতিতে ভেসে উঠে মীর মাহফুজুর রহমান মুগ্ধর সেই মায়াবি চেহারা। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক ছাত্র ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার উৎখাতের আন্দোলনে নিহত মুগ্ধকে নিয়ে স্মৃতিচারণ করলেন তার শিক্ষকরা।
মুগ্ধ কীভাবে তার আচরণের জাদু দিয়ে পুরো ক্যাম্পাসকে বিমোহিত করে রাখতেন, অন্যদেরকে মানবিক হতে উৎসাহিত করতেন তার ফিরিস্তি তুলে ধরেছেন শিক্ষকরা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গণিত বিভাগের প্রধান প্রফেসর মো. আজমল হুদা বলেন, মুগ্ধর বিশ্লেষণী ক্ষমতা ছিল দুর্দান্ত, যা তাকে গণিতে ভালো ফলাফল অর্জনে সহায়তা করে। ২৫ বছর বয়সী মুগ্ধ ছিলেন ১৯-ব্যাচের ছাত্র। গণিত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।
অধ্যাপক হুদা বলন, মুগ্ধ নিঃসন্দেহে একজন অসাধারণ ছাত্র ছিলেন। তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে তিনি বিশ্বের সেরা অনলাইন কর্মক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম ফাইভার-এ ৫-স্টার রেটিংসহ প্রায় ১,০০০ অর্ডার সম্পন্ন করেন।
তিনি বলেন, মুগ্ধ জন্মগতভাবে নেতৃত্বের গুণাবলীর অধিকারী। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামের যে কোনো ইভেন্টে নিজেকে সেরা হিসেবে তুলে ধরতেন এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের যে কোনো পাঠ বুঝতে এবং অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে সাহায্য করতেন।