মঙ্গলবার, ২৪ Jun ২০২৫, ১০:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ডোমারে এসআই শরিফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ আদায়ের গুরুতর অভিযোগ যুদ্ধবিরতি কার্যকর, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প কারাগারে বিয়ের ৫ দিন পর ‘বাবা’ হতে চলেছেন নোবেল বিশ্বজুড়ে তেলের দাম উর্ধ্বমুখী, হরমুজ প্রণালী ঘিরে উদ্বেগ রাজধানীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে সাধারণের প্রবেশ নিষেধ এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ করলেন নিলা ইসরাফিল নরসিংদীতে বিএসটিআই ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান: দুটি মিষ্টির দোকানে জরিমানা দখলকৃত প্রেসক্লাব অবমুক্ত করতে সাংবাদিকদের ৭ দিনের আল্টিমেটাম দাবি নিষ্পত্তিতে নির্ভরযোগ্য অবস্থানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের
বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেফতার।

বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেফতার।

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় আওয়ামী যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় দেউলী বাজারে অবস্থিত বিএনপির অফিস ভাঙচুর করেছে কতিপয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। মামলায় ইমরান সিকদার নামের এক যুবককে গ্রেফতার দেখানো হয়েছে।

বিএনপি নেতা কর্মীদের ভাষ্যমতে,পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামীলীগের নেতাদের ঈন্ধন ও সাজানো ছক অনুযায়ী যুবলীগ কর্মী ইমরান সিকদার গং এই হামলা ও ভাঙচুর যজ্ঞ চালায়।
তাঁরা বলেন,এর পেছনে রয়েছে অন্ততঃপক্ষে আরো বিশ-পঁচিশজন আওয়ামীলীগের নেতা কর্মী,যারা বিএনপির শক্তি পরীক্ষা নেওয়ার জন্য এই কাজ করেছে। আওয়ামীলীগের নেতা কর্মীরা যে কোনো সময় বাজার দখল করে এবং আসন্ন শারদীয় দুর্গা পূ জায় হামলা করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে বিএনপি নেতা কর্মীদের আশঙ্কা।

অফিস ভাঙচুর ও মামলার ব্যাপারে ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান খানের কাছে জানার জন্য ফোন করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান (ফারুক) অফিস ভাঙচুরের বিষয় সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়দের ভাষ্যমতে,বিএনপির অফিস কক্ষের দরজায় তালা দেয়া ছিল। যা একটি শক্ত মজবুত লাঠি দ্বারা আঘাত করে ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এর আগে দরজা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে। একটি কব্জা ছুঁটাতে পারলেও অন্যগুলি পারেনি। পরে ভিতরে ঢুকে অফিস কক্ষের ভেতর থাকা চেয়ারগুলি ভেঙে ফেলে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ইমরান সিকদার নামের এক যুবলীগ কর্মীকে আটক করেন।
এর আগে স্থানীয় জনতার হাতে সে আটক হয়। ধৃত ইমরান সিকদার দেউলী গ্রামের ইউনুচ সিকদারের ছেলে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার বলেন, এ ঘটনার সাথে জড়িত ইমরান সিকদার নামে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন। এতে তিন জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com